ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সেনা ক্যাম্পের একটি যৌথ অভিযানে মাদক ও অন্যান্য সরঞ্জামাদিসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সরদার আরিফুজ্জামান (৪৫) সাইফুল ইসলাম হিরক (৩৫) মোঃ ইমরান মোল্লা (৩০) এবং মোঃ ফরহাদ শেখ (৩২)।
সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা মোড় এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিকহাট আর্মি ক্যাম্পের টহল দল এই আকস্মিক অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থানের ওপর নজরদারি বৃদ্ধি করা হয় এবং তাদের বাসায় যৌথ বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। তল্লাশি চলাকালীন তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ফয়েল পেপার, ১টি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, ১টি ব্যাংক কার্ড, ৬ হাজার ৪ শত ১৩ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
রাতেই গ্রেপ্তারকৃতদের এবং জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে অপরাধ দমনে সেনাবাহিনীর এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। বলে প্রেস বিজ্ঞঝপ্তিতে জানা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।