মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্ঃ শেরপুরের শ্রীবরদি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের পৌর শাখার আয়োজনে মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিল শেষে কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম প্রমুখ।
সভার বক্তৃতা বলেন,অন্যায়াকারীকে কোন অবস্থায় ছাড়া দেয়া হবেনা। অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিতে আসতে হবে।