অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বৈঠক রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টারা অংশ নেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুপুরে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি বিবরণী অনুযায়ী, বৈঠকে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র জানায়, বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়। যদিও তাৎক্ষণিকভাবে বৈঠকের ফলাফল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।