বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইনস্টিটিউট অব মেরিন
টেকনোলজি (আইএমটি), উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫
জানুয়ারি) দুপুরে আইএমটি মাঠে দিনব্যাপী আয়োজিত চাকরি মেলায় ইনস্টিটিউট
অব মেরিন টেকনোলজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাজহারুল হাসান খানের
সভাপতিত্বে এ চাকরি মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের
প্রতিনিধিরা অংশগ্রহণ করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে সরাসরি
জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি চাকরির সুযোগ, ক্যারিয়ার গাইডলাইন
ও কর্মজীবন উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
মেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ
ব্যবস্থাপনা) অনুপ দাশ। চাকরি মেলায় আইএমটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী
ও চাকরিপ্রার্থী গ্রাজুয়েটরা উপস্থিত ছিলেন।
চাকরিপ্রার্থী বলেন, আইএমটির চাকরি মেলার মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানের
প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। এখানে সিভি জমা দিয়ে
প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে চাকরির নিশ্চয়তা পেয়েছি। এ উদ্যোগ আমাদের মতো
তরুণদের জন্য খুবই কার্যকর ও আশাব্যঞ্জক।
অধক্ষ্য মোঃ মাজহারুল হাসান খান বলেন, বর্তমান সময়ে গ্রাজুয়েটদের জন্য
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান। আইএমটি বাগেরহাট শিক্ষার্থীদের
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব
দিয়ে কাজ করছে। এ ধরনের চাকরি মেলার মাধ্যমে তরুণরা সরাসরি চাকরিদাতাদের
সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের কর্মজীবনে প্রবেশ সহজ করবে।
বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাশ বলেন, বেকারত্ব নিরসনে দক্ষ
মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আইএমটির এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি
ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরি হলে
কর্মসংস্থানের পথ আরও সুগম হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে
বলে আশা করি।