নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম
প্রতিনিধি:
/ ১
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার কচুয়ার ফতেপুর বাজার, সাইনবোর্ড বাজার, বাধাল বাজার, জিরো পয়েন্ট ও গজালিয়া ,দে পাড়া বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে তিনি বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এছাড়া কচুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং শ্রী শ্রী ছোট আন্ধার মানিক সর্বজনীন মন্দির এলাকাসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
এম এ এইচ সেলিম বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বাগেরহাট-২ আসনের বাগেরহাট সদর ও কচুয়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, কোনো কারণে তিনি ধানের শীষ প্রতীক না পেলেও বিএনপির রাজনীতির সঙ্গেই রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এম এ এইচ সেলিম বলেন, কচুয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি সরাসরি যুক্ত ছিলেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা নির্যাতনের শিকার হলে তাকে জানাতে ভোটারদের আহ্বান জানান তিনি। প্রশাসনকে দিয়ে তিনি কঠোর ব্যবস্থা নিবেন।
পথসভায় তিনি ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিবেচনার মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে বাগেরহাটের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।