বাগেরহাট প্রতিনিধিঃ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩জানুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ( পিআইবি) এর উদ্যোগে ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
জেলা পরিষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ভুয়া তথ্য, অপ তথ্য, কুয়া সংবাদ, হেট স্তপিচ, গুজব, প্রোপাগান্ত্ত্বডা ইত্যাদি মোকাবেলা গুরুত্ব ফ্যাক্টচেকিং তথ্য, ছবি ও ভিডিও যাচাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
আজকের পত্রিকার সিনিয়র রিপোটার মোঃ হুমাউন কবীর অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক দিকনির্দেশনা তুলে ধরেন। প্রথম দিনে (২১জানুয়ারি) আলোচনা করেন ডেইলি স্টার এর সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।