সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হলো যান চলাচল

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছড়িয়ে পড়া উত্তেজনা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর এলাকায় আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এখনো সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে। সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। ইটপাটকেল নিক্ষেপের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে হস্তক্ষেপ করে। ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের রাস্তায় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে সরে যেতে শুরু করেন। একই সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও সড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের পদক্ষেপের পর বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

নিউমার্কেট থানার পেট্রোল ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর জানান, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।”

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, “এই দুই কলেজের শিক্ষার্থীরা মাঝেমধ্যেই এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়ে। অনেক সময় নির্দিষ্ট কোনো কারণ থাকে না। আজকের ঘটনায়ও দুই পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে। তদন্ত ছাড়া প্রকৃত কারণ বলা সম্ভব নয়।”

ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের একাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন। দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তন্ময় অভিযোগ করে বলেন, “কোনো উসকানি ছাড়াই রিকশা থেকে নামিয়ে চার-পাঁচজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে কয়েকজনের মাথা ফেটে যায়।”

অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন, তাদের শিক্ষার্থীরাই ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় মারধরের শিকার হয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।


এই বিভাগের আরো খবর