স্পোর্টস: সতীর্থের পাস ধরে ডি-বঙ্ েঢ়ুকে পড়লেন উসমান দেম্বেলে, সামনে প্রতিপক্ষের দুই খেলোয়াড়, দুই পাশ থেকে ঘিরে ধরলেন আরও দুজন, ওখান থেকে অসাধারণ এক চিপ করলেন ফরাসি ফরোয়ার্ড, বল আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ক্রসবার ঘেঁষে খুঁজে পেল ঠিকানা। তার ওই ব্যবধান দ্বিগুণ করা গোলের পর আর জয় নিয়ে তেমন ভাবতে হয়নি পিএসজিকে। লিলকে হারিয়ে লিগ টেবিলের চূড়ায় ফিরল শিরোপাধারীরা। লিগ আঁয় শুক্রবার রাতে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে পিএসজি। জয়ের নায়ক দেম্বেলের ত্রয়োদশ মিনিটের প্রথম গোলটিও ছিল চমৎকার। ২০ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি, ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক। এরপর ৬৩তম মিনিটের ওই দর্শনীয় গোল। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্কোলার বাঁ পায়ের শটে বড় জয়ের আনন্দের পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার আনন্দে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। প্যারিসের ক্লাবটির ডাগআউটে কোচ এনরিকের এটা শততম জয়। লিগে জয়ের ধারায় থাকলেও, অন্য প্রতিযোগিতায় সবশেষ ম্যাচের ফল পিএসজির জন্য চরম হতাশার। গত সপ্তাহে শক্তিতে পিছিয়ে থাকা প্যারিস এফসির বিপক্ষে হেরে ফরাসি কাপের শেষ-৩২ থেকে বিদায় নেয় তারা। লিলের বিপক্ষে দারুণ জয়ে সেই ক্ষতে এবার কিছুটা প্রলেপ দিতে পারল পিএসজি। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁস ৪০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।