স্পোর্টস: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন বিশ্বের বহু দেশের ফুটবল সমর্থক। টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে ব্রাজিলসহ অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সমর্থক মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ নাও পেতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম ফঙ্ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন আগামী ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এমন আবেদনকারীদের ঠেকাতে চায়, যারা ভবিষ্যতে ‘পাবলিক চার্জ’ বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তান, ইরাক, রাশিয়া, ইয়েমেনসহ বেশ কয়েকটি দেশ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যেও ব্রাজিল, ইরান, মিসর, আলজেরিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান ও উরুগুয়ের নাম আছে।
বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামিতে। তবে ঐতিহ্যবাহী সাম্বা সমর্থকদের মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। যদিও খেলোয়াড়, কোচ এবং ফেডারেশনের কর্মকর্তাদের ভিসা পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেটিও পুরোপুরি নিশ্চিত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের উদারতার অপব্যবহার করতে পারে- এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণার জন্য আমাদের দীর্ঘদিনের ক্ষমতা প্রয়োগ করা হবে।’ তিনি আরও জানান, খুব সীমিত কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদন দেওয়া হতে পারে, তবে সেক্ষেত্রেও আবেদনকারীকে কঠোর যাচাইয়ের মুখোমুখি হতে হবে।
এই সিদ্ধান্তের ফলে আরও যেসব বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশ সমস্যায় পড়তে পারে, সেগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া, ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া, হাইতি ও জর্ডান। এছাড়া এখনো বাছাইপর্বে থাকা জ্যামাইকা, কঙ্গো, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো এবং নর্থ মেসিডোনিয়ার সমর্থকরাও একই সংকটে পড়তে পারেন। এই ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকলে ২০২৬ বিশ্বকাপ তার বৈশ্বিক চরিত্র হারিয়ে একপ্রকার নিরানন্দ প্রতিযোগিতায় পরিণত হতে পারে।