শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিসেম্বরের সেরা খেলোয়াড় হলেন মিচেল স্টার্ক

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:খেলার মাঠে ধারাবাহিক দাপট আর ঐতিহাসিক অ্যাশেজ জয়ে বড় ভূমিকার পুরস্কার পেলেন মিচেল স্টার্ক। ডিসেম্বর ২০২৫ মাসের জন্য আইসিসি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। ঘরের মাঠে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্ব দেন স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজজুড়ে তার আগুনে বোলিং অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের ভিত্তি গড়ে দেয়। একই সঙ্গে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই পুরস্কারের দৌড়ে স্টার্ক পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে। গ্রিভস নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন, আর ডাফি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২৫ উইকেট নিয়ে নজর কাড়েন। তবে সামগ্রিক পারফরম্যান্সে স্টার্কই ছিলেন এগিয়ে। পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে স্টার্ক বলেন, “আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া বড় সম্মান। তার চেয়েও বিশেষ বিষয় হলো, এটি এসেছে সফল ঘরের মাঠের অ্যাশেজ জয়ের পর। নিজেদের দর্শকদের সামনে এমন একটি ঐতিহাসিক সিরিজ জিততে পারা আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।” ডিসেম্বর মাসে স্টার্ক শুরুটা করেন দুর্দান্তভাবে। পার্থে প্রথম অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেট নেন তিনি। এরপর ব্রিসবেন টেস্টে শিকার করেন আরও ৮ উইকেট। অ্যাডিলেড ও মেলবোর্নে পরের দুই টেস্টে সহায়ক ভূমিকা পালন করে প্রত্যেক ম্যাচে নেন ৪টি করে উইকেট। সব মিলিয়ে মাসজুড়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১৬। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও সমান কার্যকর ছিলেন এই বাঁহাতি পেসার। ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্টে তার করা দুটি হাফ-সেঞ্চুরি পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে অপ্রতিরোধ্য ৩-০ লিড এনে দিতে বড় ভূমিকা রাখে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। পুরো সিরিজে স্টার্ক নেন ৩১ উইকেট এবং অর্জন করেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কারও। উল্লেখ্য, এই প্রথমবার আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মিচেল স্টার্ক। একই সঙ্গে দুই বছরের অপেক্ষার অবসান ঘটল অস্ট্রেলিয়ার, এর আগে সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে এই পুরস্কার পেয়েছিলেন প্যাট কামিন্স।


এই বিভাগের আরো খবর