শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অঘটনের শিকার হয়ে কোপা দেল রে থেকে বিদায় নিলো রিয়াল

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:দারুণ শোচনীয় পরিস্থিতিতে পড়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোকে বিদায় করার পর অভিষেক হয়েছে নতুন কোচ আলভারো আরবেলোয়ার। তার প্রথম ম্যাচেই লস ব্লাঙ্কোসরা বড় অঘটনের শিকার হলো। দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩-২ ব্যবধানে হেরে রিয়াল কোপা দেল রের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। গত বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষ আলবাসেতের মাঠ কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে পজেশনে একপেশে আধিপত্য থাকলেও, ৪২ মিনিটেই তারা পিছিয়ে পড়ে। পরবর্তীতে যোগ করা সময়ে সমতায় ফেরে আরবেলোয়ার দল। দ্বিতীয়ার্ধের শেষ ৮ মিনিট ও যোগ করা সময়ে ঘটে চরম নাটকীয়তা। ফের পিছিয়ে পড়ার পর সমতায় ফিরলেও বড় আপসেট নিয়ে ফিরতে হলো রিয়ালকে। অন্যদিকে, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে আলবাসেত। এদিন নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে ছাড়াই আরবেলোয়ার দল খেলতে নেমেছিল। নিজেদের নিয়ন্ত্রণে বল থাকলেও, ফিনিশিংয়ে ভুগেছে ইউরোপের সফলতম ক্লাবটি। ২০০৫ সালের পর প্রথমবার এই ভেন্যুতে খেলতে নেমে রিয়ালের পায়ে ৭৮ শতাংশ বলের পজেশন ছিল। গোলের জন্য ২০টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৫টি। আর প্রথমবার রিয়ালকে হারানো আলবাসেতেরও ১২ শটের ৫টি লক্ষ্যে ছিল। কোপা দেল রের ম্যাচটিতে রিয়াল জার্সিতে ৩৫০তম বার খেলতে নেমে শুরুতেই বর্ণবাদী স্লোগানের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর প্রায় ২০ মিনিট পর্যন্ত প্রচণ্ড কুয়াশা ঘিরে ধরে কার্লোস বেলমন্তে স্টেডিয়ামকে। খেলায় ধার বাড়াতে মরিয়া ছিল রিয়াল, কিন্তু ভালো সুযোগ তৈরি করতে পারছিল না। রিয়ালের হয়ে ২৬ মিনিটে প্রথম লক্ষ্যে শট নিতে পারেন ফেদে ভালভার্দে। তবে সেটি ঠেকিয়েছেন আলবাসেত গোলরক্ষক। একইভাবে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনও প্রতিপক্ষের একটি শট ফিরিয়েছেন। ৪১ মিনিটে রিয়ালকে স্তব্ধ করে জালে বল পৌঁছান আলবাসেতের মিডফিল্ডার জাভি ভিয়ার। কর্নারে আসা বলে এই স্প্যানিশ ফুটবলার চমৎকার হেড দিয়েছেন। অবশ্য যোগ করা সময়ের তৃতীয় মিনিট পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সেই হতাশা ছিল। ডিন হুইজসেনের হেড পরাস্ত হওয়ার পর পায়ের টোকায় গোল করেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। যা রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমে খেলা ১৮ ম্যাচে এই আর্জেন্টাইন প্রতিভার দ্বিতীয় গোল। বিরতির পর উভয় দলেরই লক্ষ্য ছিল ম্যাচের লিডে ফেরা। ৬৮তম মিনিটে সুযোগ পেয়েছিলেন গঞ্জালো গার্সিয়া। তবে আর্দা গুলারের ফ্রি-কিকে বঙ্ েহেড দিয়ে স্প্যানিশ ফরোয়ার্ড সেটি লক্ষ্যে রাখতে পারেননি। ৮১তম মিনিটে লুনিন একটি শট ঝাঁপিয়ে ঠেকানোর পরমুহূর্তে আলবাসেত লিড নেয়। রিয়াল ডিফেন্ডারদের বল ক্লিয়ার করতে না পারার সুযোগ কাজে লাগিয়ে ভলিতে গোলটি করেন জেফটে বেতানকার। যোগ করা সময়ের প্রথম মিনিটে গুলারের ক্রস থেকে হেডে গার্সিয়া স্কোরলাইন ২-২ করেন। শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তটি রিয়ালের জন্য চূড়ান্ত হতাশার। বেতানকারের প্রথম শট দানি কারভাহাল আটকালেও, দ্বিতীয়বারের চেষ্টায় কোণাকুণি শট রিয়ালের জালে জড়ায়। উল্লাসে মাতে স্বাগতিক আলবাসেতের সমর্থকরা। একটু বাদেই রেফারির শেষ বাঁশিতে দ্বিতীয় স্তরের লা লিগায় টেবিলে ১৭তম স্থানে থাকা আলবাসেতে চূড়ান্ত উৎসব নামে।


এই বিভাগের আরো খবর