অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় টানা অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১২ কেজি গাঁজা।
শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর মডেল থানার আওতাধীন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানা এলাকায় চালানো অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে।
শেরেবাংলা নগর থানা পুলিশ একই দিনে অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরোনো মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেফতার করে। খিলক্ষেত থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ১০ জনকে, যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এদিকে বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিরাও রয়েছেন। মিরপুর মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আরও তিন জনকে।
ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলছেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ মূলত অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সাঁড়াশি অভিযান চালানোর অংশ। এর মাধ্যমে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।