সর্বশেষ :
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪ ইন্টারনেট বন্ধের আড়ালে ইরানে হত্যাযজ্ঞের শঙ্কা নোবেলজয়ী শিরিন এবাদির দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফের ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উত্তর কোরিয়ার গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুদ্ধের শঙ্কা মহড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ ‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা ২০২৫ সালে মসজিদে নববীতে কোরআনের হাফেজ হয়েছেন ৮,৩৩৫ শিক্ষার্থী ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া আগড়ঘাটায় নদী থেকে মরদেহ উদ্ধার উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জার্মান ফুটবল লিগে ভারী তুষারপাতে বাতিল দুই ম্যাচ

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

স্পোর্টস: জার্মান ফুটবলের শীর্ষ লিগে দুটি ম্যাচ বাতিল হয়েছে। ভারী তুষারপাতের কারণে স্টেডিয়ামের নিরাপত্তা শ ঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মানির উত্তরের হ্যামবুর্গ শহরে গতকাল শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে সেন্ট পাউলির ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচ বাতিলের কয়েক ঘণ্টা পর লিগ নিশ্চিত করে, হফেনহেইমের বিপক্ষে ভার্দার ব্রেমেনের খেলাও হচ্ছে না।
সেন্ট পাউলি জানিয়েছে, নিরাপদের ম্যাচ আয়োজন নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করেছে তারা। কিন্তু সেটা সম্ভব হয়নি।
তুষার সরানোর জন্য কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু স্টেডিয়ামের ছাদের তুষার সরানো কঠিন হয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট পাউলি। ক্লাবটি আরও যোগ করেছে, জরুরি সেবা, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ও স্বাস্থ্যসেবায় চাপ কমাতে ম্যাচ বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে তাদেরকে। ১৮ দলের বুন্দেসলিগায় চতুর্থ স্থানে লাইপজিগ এবং ১৬তম সেন্ট পাউলি।
ব্রেমেন বলেছে, বরফ ও তুষারপাতের কারণে ৪২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে নিরাপদে ম্যাচ আয়োজন করা অসম্ভব ছিল। জরুরি বহির্গমনের পথ বন্ধ থাকায় ও দর্শকদের ভ্রমণ জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা।
বুন্দেসলিগা জানিয়েছে, দুটি বাতিল ম্যাচের নতুন সূচি শিগগিরই জানি


এই বিভাগের আরো খবর