সর্বশেষ :
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪ ইন্টারনেট বন্ধের আড়ালে ইরানে হত্যাযজ্ঞের শঙ্কা নোবেলজয়ী শিরিন এবাদির দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফের ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উত্তর কোরিয়ার গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুদ্ধের শঙ্কা মহড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ ‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা ২০২৫ সালে মসজিদে নববীতে কোরআনের হাফেজ হয়েছেন ৮,৩৩৫ শিক্ষার্থী ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া আগড়ঘাটায় নদী থেকে মরদেহ উদ্ধার উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বকাপের প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ, বিগ ব্যাশ থেকে আবারও বিরত ট্র্যাভিস হেড

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

স্পোর্টস: ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ দিতে বিগ ব্যাশ লিগ থেকে আবারও বিরতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির টানা তৃতীয় আসরে তাকে দেখা যাবে না বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজের ধকল কাটিয়ে উঠতে এবং বিশ্বকাপকে সামনে রেখে হেডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগ ব্যাশের আগের দুই মৌসুমেও একই কারণে খেলেননি এই বাঁহাতি ব্যাটার।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ৪-১ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রাখেন ট্র্যাভিস হেড। পাঁচ টেস্টের সেই সিরিজে ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরিতে ৬২৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে ওপেনারের ভূমিকায় নেমে পুরো সিরিজজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন হেড।
বিশ্বকাপের আগে স্কোয়াড ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেডের পাশাপাশি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও এবারের বিগ ব্যাশে দেখা যাবে না। ২০২৪ সালের শেষ দিকে পিঠের বড় অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন গ্রিন। পুরো ফিটনেস ফিরে পেতেই এখনো কোনো বিবিএল দলের সঙ্গে তার চুক্তি হয়নি। একই কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার স্কট বোল্যান্ডকেও।
পেস আক্রমণের দুই গুরুত্বপূর্ণ সদস্য প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে নিয়েও ঝুঁকি নিতে চায় না বোর্ড। কামিন্স পিঠের সমস্যায় ভুগছেন এবং হ্যাজলউড হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। বিশ্ব আসরের আগে এই দুজনকে নিয়ে বাড়তি চাপ দিতে রাজি নয় অস্ট্রেলিয়া দল ব্যবস্থাপনা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার বলেন, “পাঁচ টেস্টের একটি অ্যাশেজ সিরিজ খেলোয়াড়দের জন্য অত্যন্ত ক্লান্তিকর। অ্যাশেজের ধকল কাটিয়ে উঠতে এবং আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপসহ সামনে থাকা আন্তর্জাতিক সূচির জন্য সেরা প্রস্তুতি নিশ্চিত করতেই আমরা প্রতিটি খেলোয়াড়ের জন্য আলাদা পরিকল্পনা নিয়েছি।”
তিনি আরও বলেন, যেসব খেলোয়াড়ের চোট বা অতিরিক্ত ক্লান্তির ঝুঁকি নেই, তারা আগামী দুই সপ্তাহ বিগ ব্যাশে নিজ নিজ ক্লাবের হয়ে খেলবেন।
আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজও খেলবে দলটি।


এই বিভাগের আরো খবর