বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেসবুকে সুনেরাহর আবেগঘন পোস্ট

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিনোদন:জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কাজ ও ব্যক্তিগত উপলব্ধি নিয়ে প্রায়ই সরব থাকেন তিনি। সম্প্রতি ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসা ও জীবনসঙ্গী নিয়ে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন ‘ন ডরাই’ খ্যাত এই তারকা। তার সেই পোস্টে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন থেকে মুক্তি এবং কাঙ্ক্ষিত ভালোবাসার এক আর্তনাদ। সুনেরাহ তার পোস্টে লিখেছেন, ‘প্রার্থনা করি, তোমার জীবনে যেন এমন কারো প্রতি আর কখনো মায়া না জন্মে যে তোমার জন্য সঠিক নয়।’ ভবিষ্যৎ ভালোবাসার মানুষের কাছে প্রত্যাশা জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘তুমি এমন এক ভালোবাসার দেখা পাও যা তোমাকে হাসাবে, যেখানে শুরুর সেই মুগ্ধতা কখনো শেষ হবে না এবং যে ভালোবাসা তোমাকে দেবে এক অবিচল আনুগত্য।’ নিজের ব্যক্তিত্বের দুই বিপরীত মেরুর কথা উল্লেখ করে সুনেরাহ বলেন, ‘এমন কেউ যে তোমার ভেতরের চঞ্চল শিশুটিকে যেমন ভালোবাসবে, তেমনি কদর করবে তোমার পরিণত মনকেও। এমন এক ভালোবাসা যা থেকে তোমাকে কখনো সেরে উঠতে হবে না।’ প্রসঙ্গত, সুনেরাহ’র শুরুটা নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখা শুরু করেন তিনি। এছাড়াও থিয়েটারেও অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেঙ্ প্রযোজিত ছবি ন ডরাই এর মাধ্যমে।


এই বিভাগের আরো খবর