সর্বশেষ :
যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল, আরব আমিরাতের বাহিনীকে অবিলম্বে ইয়েমেন ত্যাগের আহ্বান খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের প্রতিশ্রুতিশীল বন্ধু : শাহবাজ শরিফ কানাডার নৌবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলো ইরান ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিল্লি, ফ্লাইট বাতিলের হিড়িক পশ্চিম তীরে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বললেন ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বন্দরে আমিরাতের পাঠানো জাহাজ-বোঝাই অস্ত্রের চালানে সৌদির বিমান হামলা বিশ্ব নেতাদের মানুষ ও পৃথিবীর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের অঙ্গোলার বিপক্ষে মিসরের ড্র জাম্বিয়ার সাথে দাপুটে জয় পেলো মরক্কো দুই ম্যাচ পর জয় পেলো হামজার লেস্টার সিটি
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কবে বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:ভালোবাসার গুঞ্জনকে অবশেষে পরিণয়ের মোড়কে বাঁধতে চলেছেন দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের জল্পনা, ইঙ্গিত আর আড়ালের প্রেমের গল্প এবার রূপ নিচ্ছে রাজকীয় বিয়েতে, যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গেছে। চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাসায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সারেন এই জনপ্রিয় জুটি। যদিও বাগদানের কোনো ছবি প্রকাশ্যে আসেনি, তবে দুজনের আঙুলে থাকা এনগেজমেন্ট রিং থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদিকে বিজয়ের টিম আগেই জানিয়েছিল, বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ে হবে ২০২৬ সালে। অবশেষে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বিজয় ও রাশমিকা। ভালোবাসার মাস ফেব্রুয়ারির মধ্যেই এই বিশেষ দিনটি হওয়ায় তারিখটি পেয়েছে বাড়তি রোমান্টিক তাৎপর্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদে বসতে যাচ্ছে এই তারকাবহুল বিয়ে। আয়োজন রাখা হচ্ছে একান্ত ব্যক্তিগত, বাগদানের মতোই কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে। তবে বিয়ের পরপরই হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে একটি উদযাপনের পরিকল্পনাও রয়েছে এই দম্পতির। সম্প্রতি রাশমিকার ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রকাশ্যে দুজনের ভালোবাসার মুহূর্ত নতুন করে আলোচনার জন্ম দেয়। এক অনুষ্ঠানে বিজয় রাশমিকার হাত ধরে চুম্বন ও মুগ্ধ দৃষ্টিতে তাকানো,সব মিলিয়ে সেই মুহূর্তে চোখ সরাতে পারেননি উপস্থিত কেউই। উল্লেখ্য, রাশমিকার জীবনে এটি দ্বিতীয়বারের মতো বাগদান থেকে বিয়ের পথে এগোনো। ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার বাগদান হলেও ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। বিজয় ও রাশমিকার বয়সের ব্যবধান সাত বছর, রাশমিকার জন্ম ১৯৯৬ সালে, আর ভিজয়ের ১৯৮৯ সালে। সবকিছু মিলিয়ে, দক্ষিণী শোবিজে ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বিয়ের তালিকায় যে এই জুটির নাম শীর্ষেই থাকবে, তা বলাই বাহুল্য।


এই বিভাগের আরো খবর