মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোমাঞ্চকর জয় পেলো রিশাদের হোবার্ট হারিকেন্স

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিগ ব্যাশে আরও একবার জ্বলে উঠলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এবারও জোড়া উইকেট শিকার করেছেন রিশাদ। পরে ব্যাটারদের দাপটে হেসেখেলে জিতেছে হোবার্ট হারিকেন্স। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করেছে হোবার্ট। বিগ ব্যাশে আরও একবার জ্বলে উঠলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এবারও জোড়া উইকেট শিকার করেছেন রিশাদ। পরে ব্যাটারদের দাপটে হেসেখেলে জিতেছে হোবার্ট হারিকেন্স। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করেছে হোবার্ট। হোবার্টের বেলেরিভ ওভালে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামে হোবার্ট। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছে মেলবোর্ন। ৩ ওভারে তুলে ফেলে ৩৮ রান। ওপেনার জশ ব্রাউন ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে বিদায় নেন। ৫ম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। পরিস্থিতি বিবেচনায় কিপটে ছিলেন রিশাদ। উইকেট না পেলেও দিয়েছেন কেবল ৮ রান। এরপর ৭ম ওভারে এসে ৬ রান দেন রিশাদ। নিয়েছেন ১ উইকেট, ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে। ১২ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান রিজওয়ান। ২ ওভারে ১ উইকেট নিয়ে ১৪ রান দেন রিশাদ। এরপর ৯ম ওভারে টানা ৩য় ওভার করতে আসেন রিশাদ। সেই ওভারে কিছুটা খরুচে ছিলেন তিনি। ২ হক্কা হজম করে দিয়েছেন ১৫ রান। তবে ঠিকই আউট করেছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। ৮ বলে ১৪ রান করে বিদায় নিয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। ৩ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ। এরপর নিজের শেষ ওভার করতে ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে এসেছিলেন রিশাদ হোসেন। সেই ওভারে ছিলেন কিপটে, দিয়েছেন মাত্র ৫ রান। ৪ ওভারে ২ উইকেট নেন রিশাদ, দিয়েছেন ৩৪ রান। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বেশ ভালো। মেলবোর্নের হয়ে ১৪ বলে ২৬ রান করেন টিম সেইফার্ট। মাঝে ২২ বলে ২৯ রান করেন ওলিভার পিক। শেষ দিকে দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে রানের গতি কমে যায় মেলবোর্নের। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে থামে মেলবোর্ন। হোবার্টের হয়ে ৩ উইকেট শিকার করেন নাথান এলিস। ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট তোলেন মিচেল ওয়েন, রিলে মেরেডিথ এবং ক্রিস জর্ডান। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেননি হোবার্টের মিচেল ওয়েন। ১৩ বলে ১০ রান করে বিদায় নেন তিনি। আরেক ওপেনার টিম ওয়ার্ড খেলেন ২৬ বলে ৩০ রানের ইনিংস। তিনে নেমে ঝড় তোলেন বিউ ওয়েবস্টার। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন তিনি। দলের ৮৬ রানের মাথাতে আউট হওয়ার আগে করেছেন ২০ বলে ২৭ রান। এরপর ১২ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন নিখিল চৌধুরী। শেষ দিকে রেহান আহমেদ এবং ম্যাথু ওয়েডের ব্যাটে চড়ে এগিয়েছে হোবার্ট। ১৪ বলে ২৩ রান করে বিদায় নেন রেহান। ওয়েড ছিলেন দারুণ ছন্দে। শুরুতে দেখে খেললেও পরিস্থিতি বুঝে রানের গতি বাড়ান ওয়েড। তাতেই জমে ওঠে ম্যাচ। জয়ের কাছাকাছি চলে যেতে থাকে হোবার্ট। শেষ দিকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়েড। ২০ বলে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ম্যাথু ওয়েড। ৭ বলে ৫ রান করে টিকে ছিলেন ক্রিস জর্ডান। ৬ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় হোবার্ট হারিকেন্স। মেলবোর্নের হয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট শিকার করেন অ্যান্ড্রু টাই এবং গুরিন্দর সাধু।

 


এই বিভাগের আরো খবর