সর্বশেষ :
খুলনা ৬ আসনে জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর মনোনয়নপত্র দাখিল   পাইকগাছায় মধু বিক্রি করে সংসারের খরচ যোগান বারিক প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারকদের উদ্দেশে প্রথম অভিভাষণ দেবেন নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে নির্দেশ, নির্বাচনে বাধা নেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ চারজনের নিয়োগ বাতিল মনোনয়নপত্র জমার শেষ দিনে বিপাকে পড়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হঠাৎ খালিস্তানিদের ভারতবিরোধী স্লোগান ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো হাসপাতালে ভর্তি
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ চারজনের নিয়োগ বাতিল

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে। রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) এবং মো. মন্টু আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ল’ অফিসারর্স অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষে জুলফিকার আলী শিমুলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

অন্য তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, ২৮ আগস্টের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। দুটি আদেশই অবিলম্বে কার্যকর হবে।

আইনমন্ত্রণালয়ের সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদবীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত সরকারের নীতি ও পরামর্শক্রমে নেয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ অনুমোদন করা হয়েছিল।

এবারের প্রজ্ঞাপন অনুযায়ী এক ডিএজি ও তিন এএজি পদ থেকে অব্যাহতি পেয়ে কার্যক্রমে পরিবর্তন এসেছে, যা দেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে নজরকাড়া।


এই বিভাগের আরো খবর