মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো হাসপাতালে ভর্তি

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারো চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি আলেঙ্ান্দ্রে দে মোরায়েস তাকে কারাগার থেকে হাসপাতালে যাওয়ার অনুমতি দিয়েছেন। গত শনিবার ক্রমাগত হেঁচকির চিকিৎসার জন্য তার ‘ফ্রেনিক নার্ভ ব্লক সার্জারি’ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী মিশেল বলসোনারো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিকিৎসকদের বিবৃতিতে বলা হয়, তারা বলসোনারোর ডান দিকের ফ্রেনিক নার্ভ ব্লক করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে বাম দিকের নার্ভ ব্লক করার জন্য নতুন একটি পদ্ধতি নির্ধারণ করেছেন। ফ্রেনিক নার্ভ হল ঘাড় থেকে উৎপন্ন একটি গুরুত্বপূর্ণ স্নায়ু যা শ্বাস-প্রশ্বাসের মূল পেশি নিয়ন্ত্রণ করে। ৭০ বছর বয়সি বলসোনারো বুধবার পেটের হার্নিয়ায় শল্যচিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সেপ্টেম্বর মাসে ব্রাজিলের সর্বোচ্চ আদালত তাকে ২০২২ সালের নির্বাচনের পরাজয়ের পর অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাকে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণে বাধা দিতে ও ক্ষমতা ধরে রাখার জন্য একটি ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। হাসপাতালে থাকা অবস্থায় বলসোনারো তার ছেলে ফ্লাভিও বলসোনারোর ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণা চলাকালে মিনাস জেরাইসের জুইজ দে ফোরা শহরে এক ছুরিকাঘাতের ঘটনা ঘটার পর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ওই আঘাতের পরে তিনি পেটের বিভিন্ন অংশে কয়েকটি শল্যচিকিৎসা গ্রহণ করেছেন। সম্প্রতি তার ত্বকের ক্যানসার ধরা পড়েছে।


এই বিভাগের আরো খবর