সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল, গেজেট প্রকাশ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মুক্তিযোদ্ধা না হয়েও সনদ গ্রহণের প্রমাণ পাওয়ায় ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট গত ২৪ ডিসেম্বর প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ ডিসেম্বর) মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গেজেটে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন, ২০২২ এর ৬ (গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সিডিউল এ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী যাচাই বাছাই শেষে ভুয়া হিসেবে চিহ্নিত ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়।

জামুকা সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৃত মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেছিলেন। শুধু সনদই নয়, তারা সরকার প্রদত্ত সুযোগ সুবিধাও ভোগ করেছেন। পরবর্তী সময়ে বিস্তৃত যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব অনিয়ম ধরা পড়ে।

সূত্র আরও জানায়, বাতিল হওয়া তালিকায় বেসামরিক শ্রেণি, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী এবং শহীদ পুলিশ বাহিনীর নামে অন্তর্ভুক্ত ব্যক্তিরাও রয়েছেন। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় ভুয়া সনদ শনাক্ত ও বাতিলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর