সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুই মামলায় আত্মসমর্পণ, ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন এনসিপির আখতার

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। হত্যা চেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলাগুলোর শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালতে এ শুনানি হয়। শুনানি শেষে এক মামলায় পাঁচশ টাকা এবং অন্য মামলায় এক হাজার টাকা, মোট ১৫০০ টাকা মুচলেকায় আখতার হোসেনকে জামিন দেওয়া হয়।

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুর ইসলাম জানান, ২০২১ সালে দায়ের করা দুটি মামলায় তার মক্কেল আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। আদালত উভয় মামলাতেই জামিন মঞ্জুর করেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় আজ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।”

শুনানির আগে আখতার হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় আন্দোলনের প্রেক্ষাপটে শাহবাগ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। ওই বছরের ১৩ এপ্রিল পবিত্র রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করা হয় এবং পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া ২০২২ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের স্মরণসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের সময় ১৭ জুলাই রাজু ভাস্কর্যের সামনে এক জানাজাকে কেন্দ্র করে আবারও তাকে আটক করা হয় এবং বিস্ফোরক আইনে মামলা হয়। এসব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়, যার চারটিতে তিনি আগেই অব্যাহতি পেয়েছেন।


এই বিভাগের আরো খবর