শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা!

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কি কারণে এ হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে সত্যতা জানতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বার্তা সংস্থা দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়, বুধবার রাত প্রায় ৯টার দিকে রাও দানিশ আলী নামের ওই শিক্ষক দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা। এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এরপর তাকে দ্রুত পাশে থাকা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে থাকা এবিকে হাই স্কুলের শিক্ষক দানিশ।

আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলায় দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।


এই বিভাগের আরো খবর