বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনে উত্তর কোরিয়ার ২ যুদ্ধবন্দী ‘নতুন জীবনের আশায়’ দক্ষিণ কোরিয়ায় যেতে চায়

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ইউক্রেনের হাতে আটক দুই উত্তর কোরিয়ার যুদ্ধবন্দী দক্ষিণ কোরিয়ায় ‘নতুন জীবন’ শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। একটি চিঠির বরাত দিয়ে গতকাল বুধবার এএফপি এ খবর জানায়। দুই সৈন্য গত অক্টোবরের শেষ দিকে সিউল-ভিত্তিক একটি মানবাধিকার গোষ্ঠীকে লেখা একটি চিঠিতে তাদের ইচ্ছার কথা প্রকাশ করেন। তারা বলেন, দক্ষিণ কোরিয়ান জনগণের সমর্থনের কারণে নতুন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা জন্ম নেওয়া শুরু হয়েছে আমাদের জীবনে। মানবাধিকার সংস্থাটি ওই চিঠিটি চলতি সপ্তাহে এএফপিকে অবহিত করে। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছরের আগ্রাসনকে সমর্থন করার জন্য উত্তর কোরিয়া হাজার হাজার সৈন্য পাঠিয়েছে। পূর্বের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পর গত জানুয়ারি থেকে কিয়েভের হাতে বন্দী দুই সেনা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। চিঠিতে দুই সেনা লিখেছেন, ‘ আমাদের পক্ষে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করার জন্য এবং এই পরিস্থিতিকে ট্র্যাজেডি হিসেবে নয় বরং একটি নতুন জীবনের সূচনা হিসেবে দেখার জন্য আপনাদের ধন্যবাদ।’তারা লিখেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা কখনই একা নই, এবং আমরা দক্ষিণ কোরিয়ার লোকদের আমাদের নিজস্ব বাবা-মা এবং ভাইবোন হিসেবে মনে করি এবং আমরা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ চিঠিটিতে দুইজন সৈন্যের স্বাক্ষর রয়েছে। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তাদের নাম এএফপিকে তাদের নিরাপত্তা রক্ষা করার জন্য প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর