সর্বশেষ :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : তীব্র শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সর্বশেষ তীব্র প্রাণঘাতী হামলা চালালে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হামলার সময় নিজেদের আকাশসীমা সুরক্ষায় প্রতিবেশী দেশ পোল্যান্ড যুদ্ধবিমান মোতায়েন করে বলে দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়া আবারও আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এর ফলে ইউক্রেনের একাধিক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউক্রেনএনারগো জানিয়েছে, ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বিভিন্ন অঞ্চলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় খমেলনিতস্কি এলাকায় একজন এবং রাজধানী কিয়েভে আরেকজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একাধিক অঞ্চলে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সামুদ্রিক লজিস্টিকস পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই গত কয়েক দিনে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় হামলা জোরদার করেছে। গতকাল মঙ্গলবার নতুন হামলায় অগ্নিকাণ্ড ঘটলেও কৃষ্ণসাগরীয় এই শহরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে। কৃষ্ণসাগরীয় অঞ্চলে রাশিয়ার হামলা আরো তীব্র হয়েছে। এতে সেতু ও বন্দর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শীতের মাঝামাঝি সময়ে হাজারো মানুষের বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।


এই বিভাগের আরো খবর