রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে বাসা বাড়িতে শিশু ভাই-বোনের মরদেহ

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় একটি বাসা থেকে ২ শিশুর (ভাই-বোন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওয়ারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের নিচে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

নিহতরা হলো- আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী। প্রাথমিকভাবে খাবার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ বলছে, নিহত শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী একটি গার্মেন্টস কারখানার জিএম এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে তারা ওয়ারলেস মোড়ের ওই বাসায় বসবাস করছিলেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তাদের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে বড় মেয়ে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাসায় আনার পর ছোট ভাই ইলহামও বমি শুরু করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়া হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর