সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার ব্যবহার রেকর্ড পরিমাণে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের বার্ষিক এক প্রতিবেদনে গতকাল বুধবার এ কথা জানিয়েছে। শিল্পকে চাঙ্গা করার জন্য ট্রাম্প প্রশাসন কর্তৃক গৃহীত নীতিগত পদক্ষেপের ফলে এটি সম্ভাবনা রয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা কয়লা শিল্পের ওপর তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, এ বছর কয়লার চাহিদা ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৮ দশমিক ৮৫ বিলিয়ন টনে পৌঁছাবে। যদিও প্রতিদ্বন্দ্বী উৎপাদন বিকল্পগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দশকের শেষ নাগাদ এটি ধীরে ধীরে এর চাহিদা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, বিশেষত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের কারণে চীন ও ভারত কয়লা ব্যবহারের প্রধান চালিকাশক্তি। তবে কয়লার চাহিদা চীনে স্থিতিশীল থাকলেও ভারতে এর ব্যবহার কমেছে। কয়লা মানব-সৃষ্ট কার্বন ডাই অঙ্াইড নির্গমনের প্রধান উৎস এবং জলবায়ু উষ্ণায়নে বড় ভূমিকা রাখছে। আইইএ আশা করছে যে চীন, বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ হওয়া সত্ত্বেও, আগামী পাঁচ বছরে কয়লার চাহিদা চীনে কিছুটা কমবে। আইইএ জানিয়েছে, ভারতে তীব্র ও প্রথম বর্ষা মৌসুমের কারণে জলবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা পাঁচ দশকের মধ্যে মাত্র তৃতীয়বারের মতো কমেছে। আইইএ বলেছে, ‘যুক্তরাষ্ট্রে কয়লার প্রতি শক্তিশালী নীতি সর্মথনের কারণেই, ২০২৫ সালে দেশটিতে কয়লার চাহিদা বৃদ্ধি পেয়েছে।’আইইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি এবং ফেডারেল সরকারের নেতৃত্বে নীতিগত সহায়তার কারণেই, কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ার বদলে উল্টো চালু থাকছে।


এই বিভাগের আরো খবর