সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরো ৭টি দেশকে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে যুক্ত দেশগুলো হলো— বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া, লাওস এবং সিয়েরা লিওন। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই নির্দেশনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা নথিপত্রে ভ্রমণকারী ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। আগে থেকেই লাওস ও সিয়েরা লিওন আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। নতুন আদেশে দেশ দুটির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো। নতুন এই সাত দেশ ছাড়াও আরো ১৫টি দেশের ওপর সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো— আফগানিস্তান, মিয়ানমার, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। তবে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা, বর্তমানে ভিসাধারী, ক্রীড়াবিদ, কূটনীতিক এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। সমপ্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে এক ঐতিহাসিক আলোচনায় সিরিয়াকে স্থিতিশীল করতে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর কয়েকদিন পরেই দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। সমপ্রতি দেশটিতে থাকা মার্কিন ঘাটিতে হামলায় দুই সেনাসহ তিন মার্কিন নাগরিক নিহত হন। এরপরেই গুরুতর প্রতিশোধ নেওয়া হুঁশিয়ারি দেন ট্রাম্প। সিরিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞার সমর্থনে ভিসার মেয়াদের বেশি সময় থাকা, দেশটির দুর্বল শাসন, পাসপোর্ট প্রদান ও নিরাপত্তা যাচাইয়ের অপর্যাপ্ত ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর