শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৭ মাসে আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন: পাইকগাছার বিচারক কামরুজ্জামান এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা 

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
Oplus_0

ইমদাদুল হক,,পাইকগাছা ( খুলনা) : খুলনার পাইকগাছা সিনিয়র জজ আদালতের বিচারক মোঃ কামরুজ্জামান এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দক্ষ এই বিচারক কে বিদায় সংবর্ধনা প্রদান করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ২০২৪ সালের ২৩ জুন থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত অত্র আদালতে তিনি সিনিয়র সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়ে তাকে বাগেরহাট বদলি করা হয়েছে। মামলার বোঝা কাঁধে নিয়ে তিনি দক্ষতার সহিত ১ বছর ৫ মাস দায়িত্ব পালন করেছেন। তিনি যখন যোগদান করেন তখন আদালতে চলমান মামলার সংখ্যা ছিল সাড়ে ৭ হাজার। মামলা জটের কারণে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। ১৭ মাসে তিনি আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপকূলীয় এ জনপদের মানুষ যাতে ন্যায় বিচার পায় সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সিনিয়র জুনিয়র হিসেব করে কখনো তিনি বিচারিক সিদ্ধান্ত নেননি। সকল ক্ষেত্রে অক্ষুন্ন রেখেছেন আইনজীবীদের মর্যাদা, ফলে সাধারণ বিচার প্রার্থীদের ন্যায় আইনজীবীদের কাছে অর্জন করেছেন শ্রদ্ধা আর সম্মান। বিদায় অনুষ্ঠানে আইনজীবীদের স্মৃতিচারণ বক্তব্যে উঠে আসে বিচারিক কাজের এমন দৃষ্টান্ত। বিদায় অনুষ্ঠানে বিচারিক কাজে সহযোগিতার জন্য আইনজীবী এবং এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী জজ কামরুজ্জামান। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্যাহ। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অজিত কুমার মন্ডল, প্রশান্ত ঘোষ, চিত্তরঞ্জন সরকার,  শেখ তৈয়ব হোসেন নুর, কামরুল ইসলাম, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, আমজাদ হোসেন, প্রধীশ হালদার, আব্দুল মালেক শেখ, অরুণ জ্যোতি মন্ডল, একরামুল হক বিশ্বাস, সাইফুদ্দিন সুমন, মনিরুল ইসলাম, ইব্রাহিম ও শিকদার আবু হানিফ সহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর