মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা
দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের
সহযোতিতায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন,
জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেষ্টুন- বেলুন উড়ানো এবং দুর্নীতিবিরোধী মানববন্ধন
অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সভাপতি ড. মো. রুহুল আমীন খানের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা
যুব উন্নয়ন অফিসার একেএম ইখতিয়ার উদ্দিন, উপজলা মহিলা বিষয়ক অফিসার শ্রী রমেন্দ্রনাথ বিশ্বাস,
অধ্যাপক হায়দার আলী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. ফারুকুল ইসলাম
শিকদারের পরিচালনায় বক্তৃতা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখা সততা সংঘের
প্রতিনিধি আবিদ আল শাহরিয়ার।
মানববন্ধনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, লতিফিয়া কামিল মাদ্রাসা ও অম্বিকা চরণ লাহা
পাইলট উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্যরা পৃথক পৃথক ব্যানার নিয়ে অংশ গ্রহন করে।