সর্বশেষ :
পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান  পাইকগাছায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাখি শিকারের উৎসব; অভিনব পদ্ধতিতে ফাঁদ পেতে বিলুপ্তির পথে অতিথি পাখি—প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সুদানে মানবতাবিরোধী অপরাধ করছে আরএসএফ, ফের ধর্ষণের শিকার ১৯ নারী থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৫, এলাকা ছাড়ছে হাজারো মানুষ কোনো বাধা আমাদের থামাতে পারবে না: আসাদের পতনের বার্ষিকীতে আল-শারা কেন ইন্ডিগোর হাজার হাজার ফ্লাইট বাতিল হচ্ছে? ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন যুদ্ধবিমানে রাডার লক ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে তলব করলো জাপান পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জালটাকাসহ আটক যুবককে ছেড়ে দিলো পুলিশ, জব্দ করা হলো টাকা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক হাজার টাকার সমমানের একটি জাল নোটসহ নয়ন হোসেন হাওলাদার নামে এক যুবককে আটক করে পুলিয়ে সোপর্দ করার কয়েক ঘন্টা পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশি। সোমবার(৮ ডিসেম্বর) বেলা ২ টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের তরকারিপট্টিতে ওই যুবক আব্দু রহমানের দোকান থেকে ৭০ টাকার তরকারি কিনে এক হাজার টাকার নোট দিয়ে বিষয়টি সন্দে করে ব্যবসায়ীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

ঘটনা সম্পর্কে ভূক্তভোগী তরকারি ব্যাসায়ী আব্দুর রহমান বলেন, ওই যুবক আজ ৭০ টাকার তরকারি কিনে এক হাজার টাকার নোট দেয়। তখন আমার সন্দেহ হয়। এ ঘটনার প্রায় ৩ মাস পূর্বেও ওই একই ব্যাক্তি(নয়ন হাওলাদার) এক হাজার টাকার নোট দিয়ে ৫০ টাকার তরকারি কিনেছিলেন। সেই নোটটিও জাল ছিলো। নিরুপায় হয়ে সেই নোটটি আমি পুড়িয়ে ফেলেছি। আজও একই ব্যাক্তি একই কৌশলে জাল টাকা চালানোর চেষ্টা করেছে।

আব্দুর রহমান আরও বলেন, নোটটি দেখে সন্দেহ হলে তিনি তার পাশ^বর্তী মুদিব্যবসায়ী খোকন ও সার-কিটনাশক ব্যবসায়ী হেমায়েত হোসেন হিমুকে দেখালে তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন। এর পরেই স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে থানার ওসি রাজীব আল রশিদ বলেন, জালটাকাসহ একজনকে আটক করে পুলিশে খবর দেওয়ার ঘটনা সঠিক। তবে ওই টাকাটি যুবক নয়ন যে দোকানির নিকট থেকে নিয়েছে বলে দাবি করেছে সে দোকানীর কাছে আর কোন জাল নোট পাওয়া যায়নি। তাই নয়নকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, তার কাছে পাওয়া এক হাজার টাকার সমমানের জাল নোটটি জব্দ করা হয়েছে। তদন্তে ওই যুবকের সংশ্লিষ্টতা পেলে মামলা নেওয়ো হবে।


এই বিভাগের আরো খবর