পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে ৮ ডিসেম্বর সোমবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব গাজী সহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি খুলনা-৬ আসনের জাপার মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ সরদার ফরিদ আহমেদ, মুনসুর আলী গাজী, শেখ আব্দুল আজিজ, গাজী শহিদুল্লাহ ও আব্দুল কালাম কালু। উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক, শেখ মাসুদুর রহমান, আশিক মাহমুদ, গাজী মুজিবর রহমান, আব্দুর রহিম, মোবারক হোসেন, মাফিকুল ইসলাম, হাশেম ঢালী ও দেবাশীষ সানা। সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সংগঠন কে সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।