সর্বশেষ :
পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান  পাইকগাছায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাখি শিকারের উৎসব; অভিনব পদ্ধতিতে ফাঁদ পেতে বিলুপ্তির পথে অতিথি পাখি—প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সুদানে মানবতাবিরোধী অপরাধ করছে আরএসএফ, ফের ধর্ষণের শিকার ১৯ নারী থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৫, এলাকা ছাড়ছে হাজারো মানুষ কোনো বাধা আমাদের থামাতে পারবে না: আসাদের পতনের বার্ষিকীতে আল-শারা কেন ইন্ডিগোর হাজার হাজার ফ্লাইট বাতিল হচ্ছে? ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন যুদ্ধবিমানে রাডার লক ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে তলব করলো জাপান পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো পর্যায়ে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বললেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো পর্যায়ে রয়েছে এবং সব নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। 

এসময় আগামী জানুয়ারির মধ্যেই সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রশিক্ষণের মান যাচাই করতে তিনি নিজে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

জাহাঙ্গীর আলম ভোটগ্রহণের সময়সূচি প্রসঙ্গে বলেন, “এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে; যা আগে ছিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সূর্যের আলো কমে যাওয়ার পর ভোট গণনা করতে হয় বলে ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার কাছে যদি ম্যাজিক থাকতো, সুইচ অন-অফের মতো যদি কিছু থাকতো, তাহলে আমি বলতাম- এখন আর কোনও কিলিং-টিলিং হবে না। কিন্তু আমার কাছে সে রকম কোনও ম্যাজিক নেই।”

তিনি আরও জানান, গণভবনকে জুলাই জাদুঘর হিসেবে জনগণের জন্য অচিরেই খুলে দেওয়া হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে জাতীয় পার্টি মাঠে নামতে পারছে না- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, পুরো মাঠ তো রাজনৈতিক দলগুলোই গরম করে রেখেছে। সবাই তো আছে। কে কী বলে সেটা বিষয় না। এখন অনেকেই ঘর থেকে বের হতে চায় না ঠান্ডা লাগবে বলে, সর্দি-কাশি হবে বলে। তাদের তো আমরা বাধা দিচ্ছি না।

জাতীয় পার্টির কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে তাদের নিজেদের মধ্যেই সমস্যা রয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও তিনি জানান, এ সংক্রান্ত অভিযান অব্যাহত রয়েছে।

রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনা সম্পর্কে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেফতারের জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর