বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জার্মানিতে সেনাবাহিনীর ২০ হাজার গুলি চুরি

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : একটি ডেলিভারি ট্রাক থেকে জার্মান সেনাবাহিনীর গোলাবারুদের একটি চালান চুরি হয়েছে বলে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। জার্মানির স্যাঙ্নি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর ব্যারাকে যাওয়ার উদ্দেশে রওনা হওয়া একটি ডেলিভারি ট্রাক থেকে হাজার হাজার গুলি চুরি হয়। জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময়, কর্মকর্তারা কী পরিমাণ গুলি চুরি হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি। তবে, অন্যান্য প্রতিবেদনে একজন প্রতিরক্ষা মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, প্রায় ২০ হাজার রাউন্ড গুলি চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি বেসরকারি পরিবহন কম্পানির ড্রাইভার তার ট্রাক ২৫ নভেম্বর রাতে অরক্ষিত অবস্থায় একটি পার্কিং লটে রেখে চলে যান, তখনই এই চুরির ঘটনা ঘটে। সামরিক কন্ট্রাক্টরের মাধ্যমে একটি কম্পানি থেকে ওই ট্রাক নেওয়া হয়েছিল। পরের দিন ডেলিভারি নিকটবর্তী ক্লজভিটজ সেনাবাহিনীর ব্যারাকে পৌঁছায়। তখন লক্ষ্য করা হয়, গোলাবারুদ নেই। সেনারা পুলিশের সঙ্গে মিলে তদন্ত শুরু করেছে। জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলসহ অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায়, পিস্তলের প্রায় ১০ হাজারটি তাজা গুলি ও প্রশিক্ষণের কাজে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেলের ৯ হাজার ৯০০ গুলি ট্রাকে নেই। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা শনাক্ত করা হয়েছে কি না, কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। ঘটনাটি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। জার্মান গণমাধ্যমকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমরা চুরির বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এই ধরণের গোলাবারুদ ভুল হাতে পড়া উচিত নয়।’ জার্মানির পাবলিক ব্রডকাস্টার এমডিআর অনুসারে, বুন্দেসওয়েহর (জার্মান সেনাবাহিনী) তদন্তে বের করা হবে, কেন ড্রাইভার থামার জন্য একটি নিরাপদ স্থান বেছে নিতে ব্যর্থ হয়েছিল? সমপ্রচারক জানিয়েছে, ড্রাইভার গাড়িটি একটি অরক্ষিত পার্কিং লটে রেখে কাছাকাছি একটি হোটেলে রাত কাটিয়েছে। স্যাঙ্নি-আনহাল্ট রাজ্যে গোলাবারুদ ‘হারানোর’ ঘটনা আগেও ঘটেছে। এ ছাড়া গত কয়েক মাসে বার্নবুর্গ ও আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে। আগস্ট মাসে বার্নবার্গের স্থানীয় পুলিশ ৯০ রাউন্ড গোলাবারুদ হারিয়ে যাওয়ার কথা জানিয়েছে। কয়েক সপ্তাহ আগে আইসলেবেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৮০ রাউন্ড গোলাবারুদ হারিয়েছেন। ঘটনাগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে কোনো সংযোগ পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর