বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টানা ২০ ম্যাচে টসের হেরে রেকর্ড গড়লো ভারত

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:টানা কত ম্যাচ কোনো একটি দল টস হারতে পারে? ৪টি, ৫টি কিংবা আরও কয়েকটি বেশি। কিন্তু ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ কবে টস জিতেছিল, সেটাই হয়তো ভুলে গেছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। গতকাল বুধবার রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস হারলো ভারত। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। টসের পর ভারতের অস্বস্তিকর ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো। তবে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা লোকেশ রাহুলের দল আত্মবিশ্বাস হারায়নি। ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকে ভারত একটি ওয়ানডেতেও টস জেতেনি। যদিও রায়পুরে টস হেরে লোকেশ রাহুল হাসিমুখেই বললেন, ‘অনেকদিন হলো টস জিতিনি। তবে আগের ম্যাচে আমরা খুব ভালো খেলেছি।’ তিনি আগেই জানিয়ে রেখেছিলেন, যে কোনো অবস্থায় ব্যাট করতে বা বোলিং করতে প্রস্তুত তার দল। প্রথম ম্যাচের একাদশ নিয়েই তারা মাঠে নেমেছে। রাঁচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে খেলতে না পারা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা খেলা বাভুমা এই ম্যাচে ফিরে এসেছে। এ জন্য তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছি। আশা করছি সন্ধ্যার পরে শিশিউর পড়বে, বল স্লাইড করবে। আগের ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিল।’

 


এই বিভাগের আরো খবর