বাগেরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
প্রতিনিধি:
/ ১
দেখেছেন:
পাবলিশ:
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধঃ বাগেরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের (১০) nদশম গ্রেডের দাবিতে কর্মবিরতি পালিত। বুধবার(৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত। দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করেছেন বাগেরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি, এক্স-রে, প্যাথলজি, ডেন্টাল, স্যানিটারি ও ইপিআই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগী।
এর আগে, গত ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। এদিকে দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার থেকে লাগাতার কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
কর্মবিরতিতে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. শহিদুল ইসলাম, ফার্মাসিস্ট টেকনোলজিস্ট গাজী মোঃ লিয়াকত বলেন, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমরা বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালন করছি। দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার থেকে লাগাতার কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করা হবে।