বক্তারা অভিযোগ করেন, মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। পদোন্নতি, পদমর্যাদা, বেতন-ভাতা ও প্রশাসনিক কাঠামো নিয়ে স্থবিরতার কারণে কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবার সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাঙ্খিত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “দাবি মেনে না নিলে বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে যেতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট পরিবার পরিকল্পনা কার্যালয়ের FWV যমুনা রানী, ফাতেমা জাহান, শিপ্লী রানী,
FWA শিপ্রা মন্ডল, লিজা খাতুন, স্বপ্না রায়, অথৈই মন্ডল, FPI সঞ্জয় কুমার নন্দী, মুরশিদুল আলম, শেখ মোস্তফা কামাল, খান কামরুজ্জামান।