ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা প্রস্তুতির জন্য আয়োজিত উচ্চ পর্যায়ের কর্মশালা হঠাৎ স্থগিত করা হয়েছে। আগামী বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার ২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে কর্মশালা স্থগিতের বিষয়টি জানায়।
চিঠিতে স্থগিতের কারণ উল্লেখ করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শিমুল আকতার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।”
কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টার যুক্ত হওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল। বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা আদালতের বিচারক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নিতেন।
নির্বাচনের আগে প্রশাসনের এই সমন্বিত প্রস্তুতি হঠাৎ স্থগিত হওয়াকে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
তবে কর্মশালা কেন স্থগিত করা হলো, সে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্থগিতের সিদ্ধান্ত হঠাৎ এসেছে, তবে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করেই জানানো হয়েছে।”
এই সিদ্ধান্তে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা প্রস্তুতি সাময়িকভাবে থমকে গেল বলে প্রশাসনের একাধিক কর্মকর্তা মন্তব্য করেছেন। তারা মনে করছেন, কর্মশালাটি দ্রুত নতুন তারিখে আয়োজন করা হলে মাঠপর্যায়ে সমন্বয় ফিরে আসবে।