বিদেশ : তীব্র হট্টগোলের মধ্য দিয়ে শুরু হলো ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশন। গতকাল সোমবার প্রথম দিনেই কংগ্রেস নেতাদের তীব্র মন্তব্য – পাল্টা মন্তব্যে অধিবেশন মুলতবি করা হয়। গত রোববারের এক সর্বদলীয় বৈঠকে বৈঠকেই বিরোধী নেতারা জানিয়েছিলেন, বিহারে ভোটচুরি, দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে নির্বাচন কমিশনের যথেচ্ছাচার, দিল্লির বায়ুদূষণ, সামপ্রতিক বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনার দাবি জানাবেন। বৈঠকের পরই সরকারপক্ষ ইঙ্গিত দেয়, সংবিধান স্বীকৃত সংস্থা নির্বাচন কমিশনের অধিকার সংবলিত বিষয় নিয়ে আলোচনায় তারা রাজি নয়। সরকার চায়, সংসদের নিয়ম মেনে বিরোধীরা গঠনমূলক আলোচনা করুক। মূলত এর ফলে লোকসভার অধিবেশন শুরু হলেও স্বাভাবিক কাজ হয়নি। দফায় দফায় সভা বসলেও বিরোধীপক্ষের স্লোগান ও সরকারপক্ষের অনমনীয় মনোভাবের দরুণ অধিবেশন মুলতবি হয়ে যায়।