চলতি ডিসেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম কী হতে পারে, সে বিষয়ে আগ্রহ বাড়ছে ভোক্তা পর্যায়ে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় ডিসেম্বর মাসের জন্য এলপিজির হালনাগাদ মূল্য ঘোষণা করা হবে। রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হবে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর ২০২৫ সালের সৌদি সিপি মূল্যের ভিত্তিতে এলপিজির দাম সমন্বয় করা হবে। একই সঙ্গে নতুন দরের আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। সবশেষ ২ নভেম্বর দাম সমন্বয়ের সময় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়।
এলপিজির দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের সিপি মূল্য বড় ভূমিকা রাখে, বিশেষ করে সৌদি আরামকোর মাসিক ঘোষণাকে ভিত্তি ধরা হয়। বিইআরসি সেই সূত্র ধরে প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করে থাকে। ডিসেম্বরের সিপি মূল্য ঘোষণার পর দেশের বাজারে নতুন দামের প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জ্বালানি খাতে সাম্প্রতিক আরেকটি সিদ্ধান্ত হলো ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম সমন্বয়। ১ ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, লিটারপ্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা।
এলপিজির নতুন দাম ভোক্তা পর্যায়ে কী প্রভাব ফেলবে, তা জানা যাবে মঙ্গলবারের ঘোষণার পর। এ নিয়ে বাজারসংশ্লিষ্টদের নজর এখন বিইআরসির সংবাদ সম্মেলনের দিকে।