সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এভারকেয়ারে পৌঁছাল চীনের মেডিকেল টিম, খালেদা জিয়ার চিকিৎসায় বাড়ল বিশেষজ্ঞ তদারকি

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম ঢাকায় পৌঁছেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। গত চার দিন ধরে খালেদা জিয়া হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি থাকায় বিশেষজ্ঞ মতামত নিয়েই নতুন এই উদ্যোগ।

চিকিৎসক ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে দুইটার দিকে টিমটি এভারকেয়ারের প্রধান ভবনে পৌঁছানোর পর খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে প্রাথমিক আলোচনায় অংশ নেয়। তাদের আগমনকে মেডিকেল বোর্ড গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ বর্তমান শারীরিক অবস্থায় অতিরিক্ত মূল্যায়ন প্রয়োজন বলে তারা মনে করছে। মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, পাঁচ সদস্যের এই প্রাথমিক দল কাজ শুরু করেছে এবং মূল চিকিৎসক দল মঙ্গলবার, ২ ডিসেম্বর ঢাকা পৌঁছাবে। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা জটিল ও বহুমাত্রিক হওয়ায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ চিকিৎসা ব্যবস্থাকে আরও পরিশীলিত করতে সহায়তা করবে।

চিকিৎসা পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকেও নিয়মিত পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে। রোববার, ৩০ নভেম্বর সন্ধ্যায় মেডিকেল বোর্ড জানান যে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগ আছে। অন্যদিকে শনিবার, ২৯ নভেম্বর রাতে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, দেশি-বিদেশি কয়েক দেশের চিকিৎসকদের যৌথ আলোচনার ভিত্তিতে চিকিৎসা চলছে এবং তা অব্যাহত থাকবে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সমন্বয় করছেন ডা. জোবায়দা রহমান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে জানান, চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেন, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসক দলের পক্ষ থেকেও অযথা হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

চীনা চিকিৎসক দল আসায় চিকিৎসা নজরদারি আরও বিস্তৃত হচ্ছে বলে বোর্ডের সদস্যরা মনে করছেন। তাদের মতে, বহুমাত্রিক জটিলতায় বিশেষজ্ঞ মতামত যত বিস্তৃত হবে, চিকিৎসা পরিকল্পনা তত স্পষ্ট হবে।


এই বিভাগের আরো খবর