সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় পুরাদমে আমন ধান কাটা চলছে। আমন কাটা শেষে হওয়ার আগেই কৃষকরা আগাম বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। আমন ধান কাটা চলছে সাথে বোরোর বীজ তলাও তৈরির কাজ চলছে। তীব্র শীত থেকে বীজতলা রক্ষায় এবার আগেভাগেই মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
উপজেলার হিতামপুর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, এ বছর প্রায় দুই বিঘা জমিতে বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছি। আমন ধান কাটতে দেরি হওয়ায় বোর আবাদ নাবি হবে। তবে আগাম বীজ তলা তৈরি করে যে জমির ধান কাটা হবে সেখানে বোরো রোপন করা হবে। শীতে বীজতলা নষ্ট হয়ে যায় তাই এবার আগেই বীজতলা তৈরি করেছি। গত বছর তীব্র শীতে আমার বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল। সে সময় অধিক দামে চারা কিনে জমি চাষ করেছিলাম, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তাই এবার আগেই বীজতলা তৈরি করছি।
এ বছর কৃষি বিভাগ থেকে আমাদের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া কৃষি বিভাগ থেকে আমাদের ধান চাষের জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আগের মৌসুমে রোপা আমন ধানের ভালো দাম পেয়ে কৃষকরা বোরো ধান চাষে আরও আগ্রহী হয়ে উঠেছে।
কৃষি অধিদপ্তর জানায়, এ বছর উপজেলায় প্রায় এক হাজার ৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর