শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির শিক্ষা সমাপনী বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

​ফকিরহাট প্রতিনিধি:- ফকিরহাট উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (৩০ নভেম্বর) বেলা ১ টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।​
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: সাগর মল্লিক।
​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইসমাইল, সহকারী শিক্ষিকা হাফিজা পারভীন সহ অত্র বিদ্যালয়ের বিদায়ী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ আলী তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা প্রাথমিক শিক্ষা শেষ করে জীবনের এক নতুন ধাপে পা রাখছো। তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে নিয়মিত পড়াশোনা এবং নীতি-নৈতিকতা বজায় রাখা অপরিহার্য।”
​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান মোড়ল বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, “আমরা শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বরং ভালো মানুষ হওয়ার শিক্ষাও তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যেখানেই যাও, বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে।আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদায়কালে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে ওঠে এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে।


এই বিভাগের আরো খবর