আট্টাকা কেরামত আলী পাইলট বিদ্যালয়ে সংবর্ধনা ও দাতা সদস্যদের নামফলক উন্মোচন
প্রতিনিধি:
/ ২
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
শেখ সৈয়দ আলী,ফকিরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে ঐতিহ্যবাহী আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং দাতা সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিশেষভাবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দাতা সদস্যদের নামের ফলক উন্মোচন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন ফলক উন্মোচন করেন। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্যে সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন বলেন,বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রায় দাতা সদস্যদের ভূমিকা অনন্য। তাদের সহযোগিতা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।”তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবদানকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দাতাসদস্য পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা কুট্টি মল্লিক,ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, এসময় আরো উপস্থিত ছিলেন কাজি শাহানশাহ মিথুন,আলমগীর হোসেন প্রমুখ।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক ঢালী আঃ মালেক, প্রাক্তন শিক্ষক সুনিল রায়।
শিক্ষক, শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও দাতাদের সম্মিলিত প্রচেষ্টায় সংবর্ধনা ও ফলক উন্মোচন অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। উপস্থিত সকলে মনে করেন—এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেবে।