শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খালেদা জিয়ার অবস্থা বুঝে ব্যবস্থা, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার সাংবাদিকদের তিনি জানান, “দেশের বাইরের বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা বলা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার মতো অবস্থা হলে তাকে নিয়ে যাওয়া হবে।”

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ৮০ বছর বয়সী এই নেত্রী। তিনি ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।

এদিকে সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩ নেতা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেয়া সম্ভব নয়।


এই বিভাগের আরো খবর