সর্বশেষ :
ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অপরিহার্য: ড. হামিদুর রহমান আযাদ ফকিরহাটে পান বরাজে অগ্নিকান্ড  ৩০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের প্রস্তুতি ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রে দৈত্যাকার তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ৬০ হাজার বাড়ির রুশ বিমান হামলায় ইউক্রেনের প্রায় ১২ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন প্রবল ঝড়ে ইন্টারনেট বিচ্ছিণ্ন ও পানি সংকটে গ্রিনল্যান্ড জ্বালানি তেল প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য ভেনেজুয়েলার সিদ্ধান্ত ছাড়াই শেষ রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝড়ে পশ্চিমবঙ্গে ৫ জনের মৃত্যু

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঝড়ে রাজ্যটির উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকালের এ ঝড়বৃষ্টিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ধসে পড়েছে, গাছ উপড়ে পড়েছে, গাছ পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে ক্ষয়ক্ষতির ব্যাপক চিত্র দেখা গেছে। জলপাইগুড়ির জেলা প্রশাসক শামা পারভীন জানিয়েছেন, ঝড়ে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা ঝড়ে পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন জলপাইগুড়ির ও দুইজন ময়নাগুড়ির। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জলপাইগুড়ির পার্শ্ববর্তী কোচবিচার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার রাতেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখতে যান। রাজ্য সরকার হতাহতদের আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর