সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পানামা খালে নতুন বন্দর নির্মাণে চীনের দরপত্র আহ্বানের সম্ভাবনা

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বিদেশ : মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূণ বাণিজ্য রুট পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আলোচনার মধ্যে এই খালে দুটি নতুন বন্দর নির্মাণের জন্য দরপত্র আহ্বানকারী পক্ষগুলোর মধ্যে চীনও রয়েছে। গত মঙ্গলবার বন্দর প্রশাসক এ তথ্য জানিয়েছে। পানামা সিটি থেকে এএফপি এ খবর জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বছরের শুরুতে হুমকি দিয়েছিলেন, এই অভিযোগ করে যে চীন কৌশলগত জলপথ নিয়ন্ত্রণ করে। হংকং-ভিত্তিক সিকে হাচিসন হোল্ডিংস আটলান্টিকের ক্রিস্টোবাল ও প্রশান্ত মহাসাগরে বালবোয়া উভয় প্রান্তে বিদ্যমান বন্দরগুলো পরিচালনা করে। সংস্থাটি মার্চ মাসে উভয় বন্দরের নিয়ন্ত্রণ মার্কিন-ভিত্তিক ব্ল্যাকরকের নেতৃত্বে একটি গোষ্ঠির কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছিল, কিন্তু চুক্তিটি চীন সন্দেহের চোখে দেখায় এটি চূড়ান্ত হয়নি। মধ্য আমেরিকান দেশটি আগামী দশকে বন্দরের ক্ষমতা সমপ্রসারণ, একটি গ্যাস পাইপলাইন ও একটি নতুন জলাধার নির্মাণ, অন্যান্য প্রকল্পের মধ্যে ৮.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করার আশা করছে। নতুন বন্দরের পাশাপাশি, এই প্রকল্পে একটি গ্যাস পাইপলাইন ও একটি নতুন জলাধার নির্মাণের কথা বলা হয়েছে। খাল প্রশাসক রিকৌর্তে ভাসকুয়েজ সাংবাদিকদের বলেন, আমাদের সকল আগ্রহী পক্ষের অংশগ্রহণের জন্য উন্মুক্ত থাকতে হবে, এবং ‘সর্বোচ্চ সম্ভাব্য প্রতিযোগিতা’ আহ্বান করতে হবে, তিনি বলেন, সকল পক্ষ সমানভাবে দরপত্র জমা দেবে। ভবিষ্যতে প্রকল্পগুলো চীনা সংস্থাগুলোকে দেওয়া হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পানামা খাল কর্তৃপক্ষ, বিডিং প্রক্রিয়ার আগে আগ্রহী পক্ষগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। ২০২৬ সালের শেষের দিকে দুটি টার্মিনালের জন্য চুক্তি প্রদানের ও ২০২৯ সালে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে। সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং সিএমএ টার্মিনালসহ হংকংয়ের কসকো শিপিং পোর্টস ও ওরিয়েন্ট ওভারসিজ কনটেইনার লাইন (ওওসিএল) আন্তর্জাতিক সংস্থা আগ্রহীদের মধ্যে রয়েছে। পানামা খালে পাঁচটি প্রধান বন্দর অবস্থিত। সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং, তাইওয়ান ও সিঙ্গাপুরের কনসেশনারদের দ্বারা পরিচালিত হয়। ৮০ কিলোমিটার দীর্ঘ এই খাল মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ব্যবহার করে এবং বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের পাঁচ শতাংশ বহন করে। ১৯৯৯ সালের শেষ দিনে পানামার কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এক শতাব্দী ধরে পানামা খাল নির্মাণ ও পরিচালনা করে।


এই বিভাগের আরো খবর