বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
Oplus_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়ের সভাপতিত্বে ” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সেরদাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, এসএম কামরুল আবেদীন, জিএম কামরুল ইসলাম, খামারী আনোয়ার হোসেন, অমরেশ কুমার মন্ডল, আশরাফুজ্জামান ও মলয় মন্ডল। অনুষ্ঠানে ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরে অতিথি বৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে ৩০ টি স্টল স্থান পেয়েছে।


এই বিভাগের আরো খবর