ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাটে ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। উপজেলার আট্টাকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী বৈশাখী আক্তার আরভী (১৪) ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের রাজমিস্ত্রি আওয়াল হোসেনের মেয়ে। ওই কিশোরী সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও মৃতের পরিবার জানান, সোমবার (২৪ নভেম্বর) রাতে পরিবারের লোকন বৈশাখী আক্তারকে ঘরের ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় দ্রত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে ময়না মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতেল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ওই কিশোরী কিকারনে এমন ঘটনা ঘটিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।