মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বগুড়ায় মায়ের ঝুলন্ত দেহ ও ছেলে-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বগুড়ার শাজাহানপুরে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মধ্যরাতে এক মায়ের ঝুলন্ত দেহ ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালবেলা মা ও দুই শিশু ঘুম থেকে ওঠেননি। ঘরের দরজা বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে দরজা খোলার পর তারা মায়ের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে আশেপাশের মানুষজন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ মরদেহ সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ওসি শফিকুল ইসলাম জানান, “মা কি আত্মহত্যা করেছেন, নাকি অন্য কিছু ঘটেছে, তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিতভাবে জানা যাবে। এই মুহূর্তে কোনো অনুমান করা ঠিক হবে না।”

স্থানীয়রা বলছেন, এলাকায় এখনও শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা বলছেন, পরিবারের সঙ্গে এই ধরনের ঘটনা কখনও ঘটেনি, তাই সবাই মর্মাহত। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।


এই বিভাগের আরো খবর