দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। গতকাল রোববার সকালে এই ভূমিকম্প আঘাত হানে। মিয়ানমারের পাশাপাশি ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। তবে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত এই কম্পনের উৎপত্তিস্থল ছিল দাওই শহরের পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে ২৬৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত শুক্রবার বাংলাদেশজুড়ে যে ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল, তার পরবর্তী কম্পন বা আফটারশকই আজকের কম্পনের কারণ হতে পারে।